উইকেটে আসা-যাওয়ায় ব্যস্ত উইন্ডিজরা।
আজকাল বিডি অনলাইন ডেস্ক।। উইকেটে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। দ্বিতীয় ওয়ানডের শুরু থেকেই দুই পেসার মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেনের বলে চাপে পড়ে যায় সফরকারীরা। রান আসতে থাকে ধীরগতিতে।
খেলার পঞ্চম ওভারে ব্রেক থ্রু এনে দেন মুস্তাফিজ। ওপেনার সুনীল অ্যামব্রিসকে ফেরান মাত্র ৬ রানে। এরপর ক্রিজে আসেন জশুয়া ডি সিলভা। জর্ন ওটলির সঙ্গে জুটি বেঁধে খুব একটা সুবিধা করতে পারেননি। ১৩তম ওভারে এসে মেহেদি হাসান মিরাজের বলে কাটা পড়েন ওটলি। ২৪ রান করে ফিরে যান এই ব্যাটসম্যান।
এরপর ডি সিলভাকে বোল্ড করেন মিরাজ। তার ব্যাট থেকে আসে ৫ রান। পরের ওভারেই অ্যান্ড্রি ম্যাকার্থিকে বোল্ড করেন সাকিব। এরপর কাইল মায়ার্সও টিকতে পারেননি। ফিরে গেছেন রান আউটের শিকার হয়ে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। তবে ক্যারিবীয় একাদশে এসেছে একটি পরিবর্তন। পেসার শেমার হোল্ডারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন জর্ন ওটলি।
Leave a Reply