নিজস্ব প্রতিবেদক।। শুক্রবার (২২ জানুয়ারী) সন্ধ্যায় নগরীর হাসপাতাল রোডে অমৃতলাল কলেজের বিপরীত পাশে আনুষ্ঠানিকভাবে জুতা ব্রান্ড জীলস্ শোরুমের এর ফিতা কেটে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মালিক পক্ষ থেকে মোঃ আবুল বাশার, কহিনুর বেগম, মোঃ শাজাহান, ডিরেক্টর মোঃ আরিফ, রিটেন অপারশন ম্যানেজার মনিরুল মোরশেদ, এরিয়া ম্যানেজার রেজাউল করিম, শোরুমের স্থানীয় পাটনার অঞ্জন ব্যানার্জি, বরিশাল জেলা পরিষদের ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান, ১৬. ১৭.১৮ নং ওয়ার্ড কাউন্সিলর গায়েত্রী সরকার পাখি, সাউথ এপোলো মেডিকেলের ডিরেক্টর অপর্না খা,সমাজসেবী মনিকা চক্রবতী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক কমল দাস শুভ,১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক ও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য আদনান হোসেন অনি সহ অতিথিবৃন্দ।
শো-রুমের স্থানীয় পাটনার অঞ্জন ব্যানার্জি জানান, এই ব্রান্ডের অন্যান্য শাখার সামগ্রীর প্রচুর চাহিদা আছে। এই সকল পণ্য বিভিন্ন দোকানগুলো থেকে তাদের কিনতে হয়।
বরিশালে শোরুম হবার কারণে খুব সহজেই ক্রেতারা তাদের পছন্দের সামগ্রী কিনতে পারবে। শোরুম থেকে পণ্য কিনলে তারা সঠিক পণ্য ও সঠিক মূল্য পাবেন এবং জীলস্ শোরুমের সামগ্রীকে ক্রেতাদের কাছে পৌঁছে দেয়াই তাদের মূল লক্ষ্য।
Leave a Reply