নগরীর আলেকান্দা এলাকায় যুবক কর্তৃক মসজিদের দেয়াল ভাংচুর
নিজস্ব প্রতিবেদক।। চাঁদার টাকা না পেয়ে মসজিদের দেয়াল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সন্ধ্যায় রাতে ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর সিএন্ডবি ১ নং পুল সংলগ্ন দক্ষিণ আলেকান্দা মিরা বাড়ি জামে মসজিদে। সরেজমিনে গিয়ে দেখা যায়, মসজিদ কমিটির সভাপতি এডভোকেট সৈয়দ আবুল খায়ের মোঃ শফিউল্লাহ ছেলে সৈয়দ বরকত বিগত কয়েকদিন যাবত চাঁদা দাবি করে মসজিদের নির্মাণ কাজে বাধা দিয়ে আসছিল । এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার সন্ধ্যায় মুসল্লিরা যখন মাগরিবের নামাজ আদায় করতে ছিলেন, তখন অভিযুক্ত বরকত মসজিদের নবনির্মিত দেয়াল ভাংচুর করেন এবং ইমাম সাহেব ও মুসল্লিদের গালিগালাজ করে দেখে নেয়ার হুমকি প্রদান করেন। পরিশেষে খবর পেয়ে অত্র এলাকার সাধারণ মানুষ জড়ো হয়ে তাড়া করলে সে আত্মরক্ষার জন্য পার্শ্ববর্তী একটি ডিপার্টমেন্টাল স্টোরে আশ্রয় নেয়। এনিয়ে এলাকায় মানুষ ক্ষোভে ফুঁসছে উঠেছেন এবং অভিযুক্ত সৈয়দ বরকত শাস্তির দাবি জানান।
এবিষয়ে মসজিদ কমিটির সভাপতি সৈয়দ আবুল খায়ের মোঃ শফিউল্লাহ’র সাথে কথা হলে তিনি তার ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে সহযোগিতা করবেন।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোতয়ালী থানা পুলিশ।
Leave a Reply