আজকাল বিডি ডেস্ক।। বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের গজেন্দ্র গ্রামে নিরু রায়হান ( নিরাঞ্জন শীল নিরু )বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মূত্যুর প্রায় ২ বছর পর আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করেছে সি আইডি পুলিশ ।
আজ ৮ মার্চ সোমবার দুপুরে উজিরপুর সহকারী কমিসনার ভূমি জয়দেব চক্রবর্ত্তি ও উজিরপুর মডেল থানার এস আই মিজানুর রহমানের উপস্তিতিতে শোলক ইউনিয়নের গজেন্দ্র গ্রাম থেকে সিআইডি পুলিশের একটি দল কবর থেকে লাশ উত্তোলন করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন। জানাগেছে উজিরপুর উপজেলার গজেন্দ্র গ্রামের জোগেশ শীলের পুত্র নিরাঞ্জন শীল নিরু একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসাবে কর্মরত থাকায় এনজিও’র কর্মকতা সৈয়দা শাহিন আক্তারের সাথে সম্পার্ক তৈরী হয়। এক পর্যায়ে নিরাঞ্জন শীল নিরু মুসলিম ধর্ম গ্রাহন করে শাহিনাকে বিয়ে করেন। এরপর থেকে নীরু’র সাথে পরিবারের সাথে সম্পার্ক অবনতি ঘটে বাড়ির জমি নিয়ে ভাইদেও সাথে একাধিক বার হাতাহাতি’র ঘটনাও ঘটেছে, জমি বিক্রি করতে নীরু রায়হান বাড়িতে অবস্থান কালে ২০১৯ সলের ২১ এপ্রিল বিকালে তার রহস্যজনক মূত্যু হয়। নীরুর স্ত্রী শাহিন আক্তার চট্রগ্রামে চাকুরি করার কারনে তাকে না জানিয়ে তারিঘড়ি করে লাশ দাফন করা হয়।
পরবতির্তে ২০২০ সালের ১২ অক্টোবর নীরু রায়হানের স্ত্রী শাহিনা আক্তার বাদী হয়ে নীরু রায়হানকে হত্যার অভিযোগে বরিশাল চীফ জুডিশিয়াল ম্যজিষ্ট্রিট আদালতে অমল চন্দ্র শীল, বিমল চন্দ্র শীল, মনোরঞ্জন শীল , সুশান্ত শীল শান্ত, কনা রানী শীল,মিথুন জয়দীপ, অর্পিতা রানী টুম্পা, অঞ্জন শীলকে অভিযুক্ত করে ৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তর জন্য সি আইডি পুলিশের উপর দায়িত্ব দিলে সি আইডি পুলিশ নীরু রায়হানের লাশ উত্তোলন হত্যা কান্ডের রহৎস্য উন্মচোন করতে ফরেনসিক বিভাগে প্রেরন করেছেন।
নিরু রায়হান এর স্ত্রী শাহিনা আক্তার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হত্যা কান্ডের সাথে যুক্ত ব্যাক্তিদের উপযুক্ত বিচারের দাবি চেয়েছেন।
Leave a Reply