নেতাকর্মীরা জানান, বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে নোয়াখালী প্রেসক্লাবের পাশে চায়ের দোকান থেকে তাকে একটি কালো মাইক্রোবাসে তুলে নিয়ে যান সাদা পোশাকধারী কিছু লোক। এ দৃশ্য ধরা পড়েছে পাশের ভবনে সিসি ক্যামেরায়।
প্রসঙ্গত, বসুরহাট বাজারে মেয়র আবদুল কাদের মির্জার নিজ কার্যালয়ের সামনে নারী দিবসের অনুষ্ঠানে ও পরে বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে মির্জার সমর্থকদের ওপর হামলার অভিযোগ এনে বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে প্রধান আসামি করে ৯৭ জনের নামে মামলা দায়ের করেন ছাত্রলীগ নেতা আরিফুর রহমান।
এ মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে ৩নং আসামি করা হয়েছে। এছাড়াও এ মামলায় অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।
Leave a Reply