আজকাল বিডি।। আজগোপন সংবাদের ভিত্তিতে বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ ফিরোজ আলম এর নেতৃত্বে, এসআই সৈয়দ খায়রুল আলম সহ অফিসারবৃন্দ, কোতয়ালী মডেল থানাধীন সিএন্ডবি রোডস্থ “গোলপাতা” রেস্টুরেন্ট সংলগ্ন আরোগ্য মেডিকেল সার্ভিস এর সামনে বিকাল সাড়ে ৫ টার সময় অভিযান পরিচালনা করে ২ জন মাদক ( গাঁজা) ব্যবসায়ীকে আটক করেছে বিএমপি পুলিশ।
অভিযান পরিচালনায়, বাকেরগঞ্জ থানাধীন খয়রাবাদ ০৫নং ওয়ার্ড চরসুমুদী, বালিগ্রাম ইউপি / কোতোয়ালি মডেল থানাধীন ২৩নং ওয়ার্ড
সাগরদী কারিকর বিড়ি ব্রাঞ্চ রোড, মোঃ হানিফ মৃধার বাসার ভাড়াটিয়া, মৃত আইয়ূব আলী হাওলাদারের ছেলে মোঃ সাগর হাওলাদার (২৫) ও
কোতয়ালী মডেল থানাধীন ২৫নং ওয়ার্ড সাগরদী কারিকর বিড়ি ব্রাঞ্চ রোড নাপিতপাড়ার মৃত পরিমল কর্মকার এর ছেলে রবিন কর্মকার (২৫) নামে দুই ব্যক্তিকে ০২ (দুই) কেজি গাঁজা সহ গ্রেফতার করেন ।
এ-সংক্রান্তে অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানাযায়।
Leave a Reply