নিজস্ব প্রতিবেদক।। নলছিটিতে লকডাউন কার্যকর করতে উপজলা প্রশাসন অভিযান পরিচালনা করে ৭ জনকে সারে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
মহামারী রোদ করার লক্ষে দেশব্যাপী লকডাউন চলছে। তৎধারাবাহিকতায় লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসন কঠোর নজরদারি শুরু করেছে। সরকারি আদেশ অমান্য করে ব্যাবসায়িক প্রতিষ্ঠান খোলা রাখা ও অকারণে মাস্ক ছাড়া রাস্তায় ঘোরাঘুরি করার অপরাধে ৭টি মামলায় ৭ জনকে সারে ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহম্মদ সাখাওয়াত হোসেন।
করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ১৪ এপ্রিল বুধবার থেকে সারাদেশে কঠোর লক ডাউন ঘোষনা করেছে।
সরকারের আদেশ কার্যকরী করতে এবং জনগনকে সচেতন করতে ১৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল১১টার দিকে নলছিটি শহরে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বলেন প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্তের পাশাপাশি ও মৃত্যুর সংখ্যাও দ্রুত বেড়ে চলছে। মানুষ সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে না চললে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।তাই লকডাউন কার্যকর করতে প্রশাসন’র অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply