৩০ এপ্রিল শুক্রবার সকালে গোপন সংবাদের নলছিটি থানা পুলিশর একটা দল অভিযান চালিয়ে নাচনমহল ইউনিয়নের বাবলাতলা এলাকা থেকে ২ চোরকে আটক করে।
আটক দুজন হলো, দপদপিয়া ইউনিয়নের জুরকাঠী গ্রামের মোস্তফা হাওলাদার ছেলে জুয়েল হাওলাদার ও বাবুল হাওলাদারের ছেলে শাকিল হাওলাদার। পুলিশ দুজনকে আটক করলেও তাদের সাথে থাকা অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওমর ফারুক বাদী হয়ে নলছিটি থানায় একটি এজাহার দায়ের করেছেন।
নলছিটি থানা অফিসার ইনচার্জ আলী আহমেদ জানান, আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য অনুযায়ী এর সাথে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত আছে।
Leave a Reply