নিজস্ব প্রতিবেদন :: ফিলিস্তিনে ইজরাইলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমাবাদ নগরীর মেজর এম এ জলিল সড়ক পুরাতন পাঁচপোর্ট অফিসের সামনে থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
এলাকাবাসীর ব্যানারে ফিলিস্তিনে চলমান ইসরাইলি বর্বরতা ও গনহত্যার প্রতিবাদ জানানো হয়। বায়তুল মামুর জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি শরিফুল ইসলামের সভাপতিতে মিছিলটি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রবাস হয়ে বটতলা বাজার,চৌমাথা অবস্থান নিয়ে হোস্টেলের সামনে এসে সংক্ষিত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় রাজনৈতিক,সামাজিক,সাংবাদিক সহ নানা শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহন করেন।
Leave a Reply