মোঃ ইয়াকুব আলী (রুবেল)।। পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বাউফল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বাউফল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুন।২৯ মে ২০২১ইং তারিখ শনিবার বেলা ১১টায় বাউফল মডেল থানার মিলানায়তন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাউফল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওহিদুজ্জামান ডিউকের সঞ্চালনায় থানা অফিসার ইনচার্জ আল মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠ প্রতিনিধি কামরুজ্জামান বাচ্চু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আমিরুল ইসলাম, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি অতুল পাল, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি দেলোয়ার হোসেন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি এবিএম মিজানুর রহমান,দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি জসিম উদ্দিন, বাংলাদেশ বেতার প্রতিনিধি অধ্যাপক ছোহরাব হোসেন, দৈনিক শিক্ষা প্রতিনিধি এম,এ বাসার ও (ওসি তদন্ত) মিজানুর রহমান সহ প্রমুখ ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিক ও পুলিশ প্রশাসন একে অপরের পরিপূরক থেকে কাজের সঠিক সমন্বয় থাকলে বাউফলে অপরাধ দমনে সুফল বয়ে আনবে।
Leave a Reply