আজকাল বিডি ডেস্ক।। রাজধানীর মিরপুরে দেড় হাজার তিতাস গ্রাহকের গ্যাস বিলের ১০ কোটি টাকা আত্মসাত করায় মূলহোতা ফারুককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (০৭ জুন) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২০১৮ সাল থেকে তিতাসের গ্রাহকদের কাছ থেকে নেওয়া প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেছেন ফারুক। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বিস্তারিত পরে সংবাদ সম্মেলনে জানানো হবে।
Leave a Reply