মোঃ শহিদুল ইসলাম :: বরিশাল সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ডের জনপ্রিয় ও সমাজ সেবক বাচ্চু তালুকদারের জানাযা নামাজ আজ ১১ জুন জুমাবাদ জিয়া সড়ক এলাকার বাইতুন মদিনা জামে মসজিদের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এর পর তিনি চির নিদ্রায় শায়িত হয়েছেন নগরীর মারকাস মসজিদের গোরস্থানে।ওয়ার্ড বাসির উপস্থিতির মধ্য দিয়ে বাচ্চু তালুকদারের জানাযার নামাজ সম্পন্ন ।
প্রিয় মানুষটিকে শেষ বারের মতো দেখার জন্য ও বিদায় জানাতে জনতার উপচে পড়া ভিড় ছিলো চোখে পড়ার মতো। অগণিত মানুষের শোক, শ্রদ্ধায় ও চোখের জলে শেষ বারের মতো স্বরন করলো ওয়ার্ড বাসি। ২৩ নম্বর ওয়ার্ড চৌমাথা গোরস্থানে নির্জন কবরেই নিশ্চিত হলো তার আসল ঠিকানা।মৃত্যু কালে তার বয়স হয়েছিলো প্রায় ৭০ বছর।তিনি ২ ছেলে ও ১ মেয়ে সহ অনেক গুনাগ্রাহী রেখে গেছেন। বরিবার সুত্রে জানা যায়,কয়েক দিন যাবত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন গতকাল ১০জুন সন্ধ্যা সারে ৭টায় দিকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারা মৃত্যু ঘোষণা করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক কাউন্সিলর আ না মা সাইফুল আহসান আজিম । সাবেক কাউন্সিলর শহিদ তালুকদার ও বর্তমান কাউন্সিল গোলাম মর্তুজা সহ এলাকাবাসী।তার মৃত্যতে বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ, বিএনপি’র বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, মুক্তিযোদ্বা,সাংবাদিক, নানা শ্রেণী পেশার বহু মানুষ উপস্থিত ছিলেন। বাচ্চু তালুকদার ছিলেন আওয়ামীলীগের দুঃসময়ে কর্মি।এর পর বয়সের সাথে সাথে ঘর মুখী হয়ে জান,এমনকি গত দুই থেকে তিন বছর আগে পবিত্র হজ্জ পালন করে আসছেন বলে জানা যায়।
Leave a Reply