মোঃ শহিদুল ইসলাম///আর মাত্র ৫ দিন পরই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।খোজ নিয়ে জানা যায়,সদর উপজেলার ৯ নং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ক্লীনইমেজ, পরিচ্ছন্ন, সমাজ সেবক,ও মানবিক- মোঃ আরিফুর রহমান রিপন কাজী কে মেম্বার হিসেবে দেখতে চায় এলাকা বাসী। টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের মধ্যে ১নং ওয়ার্ডটি রয়েছে উন্নয়ন বঞ্চিত,নানা সমস্যা জর্জরিত এই জনপদের জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করতে চান,সৎ তরুন এই সমাজ সেবক। নির্বাচনকে সামনে রেখে, ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসাবে গণসংযোগ করে দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন এই মেম্বার পদপার্থী। এতে তিনি বেশ সারা পাচ্ছেন বলে জানাযায়।রিপন কাজীর সাথে কথা হলে তিনি বলেন, চরকেউটিয়া ও বদিউল্লাহ দুইটি গ্রাম নিয়ে একটি ওয়ার্ড গঠিত। বিগত বছর গুলোতে যারা মেম্বার ছিলেন তারা নিজেদের আখের গুচাতে ব্যস্ত ছিলেন,অবহেলিত ওয়ার্ডটি কথা তাদের চিন্তার বাহিরে ছিলো। ওয়ার্ড বাসি যা পেয়েছে তা হলো মাদক দিয়ে তরুন সমাজকে ধ্বংস, লুটপাট, জমি দখল,মারামারি,হামলা মামলা, চুরি ছিনতাই এগুলো নিয়ে ওয়ার্ড বাসি অশান্তিতে বসাবাস করছেন।তিনি এ সময় তিনি আরও বলেন আমি যদি নির্বাচনে জয় লাভ করতে পারি সাধ্য মত এই ওয়ার্ডের জনগনের পাশে থেকে সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ, আমার প্রথম কাজ হবে চুরি ছিনতাই বন্ধ করা,মাদক মুক্ত এলাকা গড়া সহ ওয়ার্ডকে আধুনিক করে গড়া,এটাই হলো আমার অঙ্গিকার।আমি বিগত বছর ছাড়াও করোনাকালিন সময়ও গরীব দুখী মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে আসছি।এমন কি স্কুল কলেজে পড়ুয়া ছেলে মেয়েদের সাহায্য সহযোগিতা করেছি। আজ পর্যন্ত আমার দ্বারা কারো কোন ক্ষতি জনগনের হয়নি, তা জনগন নিজেকে প্রশ্ন করলে জানতে পারবে।ওয়ার্ড বাসীর কাছে অনুরোধ আমি নির্বাচন দাড়িয়েছি।আর আপনারা যদি এই অবহেলিত ওয়ার্ডের উন্নয়ন দেখতে চান, তা হলে আপনারা আমাকে ভোটের মাধ্যামে একবার সুযোগ দিয়ে দেখেন।কথা দিলাম জীবনের বাকিটা সময় আপনাদের পাশে থেকে কাটাতে চাই।তাই ১নং ওয়ার্ডের ভোটারদের এবং সকলের দোয়া সহযোগিতা ও মুল্যবান ভোট কামনা করছেন তিনি।ঐ নির্বাচনী এলাকার ভোটারা বলেন,যে কয়জন এই ওয়ার্ড দিয়ে নির্বাচন করছেন তাদের থেকে রিপন কাজী শিক্ষিত পরিবারের সন্তান এবং মেধাবীও বয়সেও তরুন, সৎ এমনকি পরোউপকারী।রিপন কাজী আমাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন,রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। তাই আগামী ২১ জুন ইউনিয়ন নির্বাচনে ১নং ওয়ার্ডবাসীর উন্নয়নের স্বার্থে একজন সমাজসেবক খুবই প্রায়জন।
Leave a Reply