নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম (ইটালী) এর কর্মী জাহিদ হোসেনকে বুধবার (১৬ জুন) মারধর করে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাহাতাব হোসেন সুরুজ এবং তার পালিত ক্যাডার বাহিনী। এ ঘটনায় বিএমপির কাউনিয়া থানায় অভিযোগ দেয়া হয়েছে। এছাড়া বুধবার সন্ধ্যারাতে কাগাশুরা বাজারের মোবাইল টায়ার সংলগ্ন ইটালি শহিদের মাইক ভাঙচুর করে সুরুজের ক্যাডার বাহিনী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং অটো চালককে বেধম মারধর করা হয়েছে। মাইক ভাঙচুর এবং অটো চালককে মারধর করার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এদিকে, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম (ইটালী) কে এলাকা ছাড়া করতে প্রতদ্বন্দ্বি প্রার্থী মাহাতাব হোসেন সুরুজ এর অস্ত্রধারী ক্যাডার বাহিনী মহড়া দিচ্ছে। ইটালী শহিদের নির্বাচনী প্রচারনায় হামলা,কর্মীদের মারধরসহ বাড়ি বাড়ি গিয়ে প্রাণণাশের হুমকিও অব্যাহত রয়েছে।
বিশেষ করে ইটালি শহিদের বাড়ির সামনে প্রায়ই অস্ত্রধারী ক্যাডার বাহিনী মহড়া দিয়ে আতঙ্কের সৃষ্টি করে চলছে। পুরো এলাকায় এখন ভয়ের পরিবেশ সৃষ্টিতে মত্ত রয়েছে ওই বাহিনী। সাংবাদিকদের কাছে বুধবার(১৬ জানুয়ারী) এরকমই অভিযোগ করেছেন চরবাড়িয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম (ইটালী)। স্বতন্ত্র প্রার্থী ইটালী শহিদ বলেন, আমাকে সহ আমার কর্মীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে সুরুজের অস্ত্রধারী ক্যাডার বাহিনী। নির্বাচনের আগেই তাকে এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বলেছে,নইলে তার এবং তার পরিবারের পরিণতি হবে ভয়াবহ। রাতের আধারে চেয়ারম্যান প্রার্থী ইটালী শহিদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংসযজ্ঞ চালানোরও হুমকি প্রদান করেছে প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থীর অস্ত্রধারী ক্যাডার বাহিনী। ইতিমধ্যে এসব বিষয়ে বরিশাল জেলা প্রশাসকের কাছে এক অভিযোগও দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম (ইটালী)। অভিযোগে তিনি বলেছেন, বরিশাল সদর উপেজলার ৩ নং চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের আমি চেয়ারম্যান প্রার্থী। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আমার প্রতিপক্ষ প্রার্থী মাহাতাব হোসেন সুরুজ বিভিন্ন ওয়ার্ডে আমার কর্মী সমর্থকদের মারধর করে আসছে এবং আমার নিজ বাড়িতে তার কর্মী সমর্থক লোক দ্বারা হামলা করেছে। আমার নির্বাচনীয় যাবতীয় পোষ্টার,ব্যানার ও মাইক ভাঙচুর করেছে। যা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় গুরুত্বসহকারে সংবাদ প্রকাশিত হয়েছে। এবং সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজে সংরক্ষিত আছে। যা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং নির্বাচন অফিসারসহ কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিত আকারে অবহিত করা হয়েছে। উল্লেখিত বিষয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এটা ছাড়াও সে প্রতিনিয়ত তার ক্যাডার বাহিনী দ্বারা মোটরসাইকেল মহড়ার মাধ্যমে সশস্ত্র অবস্থায় রীতিমত হুমকি দিয়ে আসছে। ভোট কেন্দ্রগুলো দখলের পায়তারা,এজেন্ট বাহির করা এবং জোরপূর্বক ভোটারদের কাছ থেকে ভোট নেওয়ার পায়তারা করে আসছে। এহেন পরিস্থিতিতে সকল ভোট সেন্টারগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে। এবং তার মধ্যে ২,৫, ও ৭ নং ওয়ার্ড বেশি ঝুঁকিপূর্ন অবস্থায় আছে। এমতাবস্তায় আমার ও আমার সমর্থকেদর জীবনের নিরাপত্তাসহ সকল ভোট কেন্দ্রের সেন্টারগুলোতে সুষ্ঠু নির্বাচন হয় তার জোর দাবি জানাচ্ছি। সাংবাদিকদের চেয়ারম্যান প্রার্থী ইটালী শহিদ বলেন, আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাহাতাব হোসেন সুরুজের পালিত অস্ত্রধারী ক্যাডার বাহিনী এলাকায় মোটর সাইকেলযোগে মহড়া দিয়ে প্রতিনিয়ত ভয়ার্ত পরিবেশ সৃষ্টি করেছে। সাধারন মানুষ চরম আতঙ্কের মধ্যে রয়েছে। তিনি বলেন, আমার নির্বাচনী প্রচারনায় অব্যাহত হামলা এবং কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। কর্মীদের ঘরে ঘরে গিয়ে কেন্দ্র না যেতে হুমকি দিচ্ছে। এরফলে এলাকার নারী-পুরুষের মাঝে চরম ভীতিকর পরিস্থিতি বিরাজমান। ইটালী শহিদ বলেন, আমার বাড়ির সামনে অস্ত্রধারী সন্ত্রাসীরা মোটরসাইকেলযোগে প্রত্যহ মহড়া দিচ্ছে। আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি অস্ত্রধারী সন্ত্রাসীদের প্রকাশ্যে মহড়ায় আতিঙ্কত বোধ করছি। যেকোন সময় আমার বড় ধরণের ক্ষতি করতে পারে তারা। এদিকে, গত সোমবার (১৪ জানুয়ারি) স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম (ইটালী)এর নির্বাচনী প্রচারনায় সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। ভাঙচুর করা হয়েছে নির্বাচনী প্রচারনার মাইক। খবর পেয়ে বিএমপির কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে কাগাশুরু বাজার থেকে হামলাকারী সুরুজের ক্যাডার খোকন ব্যাপারীকে আটক করতে সক্ষম হয়। আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম (ইটালী) সাংবাদিককের কাছে অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারনার শুরু থেকেই আ’লীগের প্রার্থী মাহাতাব হোসেন সুরুজ এর অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী আমার গণসংযোগে বাঁধা প্রদানসহ হামলা চালিয়ে আসছে। পাশাপাশি আমার কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এক্ষেত্রে সন্ত্রাসের ভূমিকায় অবতীর্ন হয়ে সুরুজের ভাই কবির এবং সুহাদ নামের আরেক নব্য সন্ত্রাসীর নেতৃত্বে আমার নির্বাচনী প্রচারনায় হামলা এবং কর্মীদের মারধরসহ প্রাণনাশের হুমকি-ধামকি দিয়ে আসছে। এরইধারাবাহিকতায় সোমবারও সুরুজের পালিত ক্যাডাররা আমার কর্মীদের প্রাণনাশের অব্যাহত হুমকি দিচ্ছে। আমার কর্মীদের বাড়ি-ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে ওইসব সন্ত্রাসীরা। ইউপি চেয়ারম্যান প্রার্থী ইটালী শহিদ সাংবাদিকদের বলেন, সোমবার বেলা ৩টার দিকে কাগাশুরা বাজারে সুরুজের পালিত সন্ত্রাসীরা মাইক ভাঙচুর করে। একইসঙ্গে কর্মীদের হুমকি প্রদান করে যে, এখানে সুরুজ ভাই বাইরে আর কোন প্রার্থী প্রচারনা চালাতে পারবে না। যদি কেউ ইটালী শহিদের প্রচারনা চালায়,সেক্ষেত্রে তাদের পরিবারের প্রাণ কেড়ে নেয়ার হুমকি দেয়। একইদিন নির্বাচনী প্রচা
Leave a Reply