বগা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সকল ভোট কেন্দ্রেই তিনি প্রতিদ্বন্দি প্রার্থীর চেয়ে বিপুল ভোটে এগিয়ে ছিলেন।
সাধারন ভোটাররা উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের ভোট প্রদান করেন।
সেমাবার ২১ জুন সকাল ৮টায় ভোট শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠ ও মনোরম পরিবেশে এ ইউনিয়নে ভোট গ্রহন সস্পন্ন হয়।
সকাল ১০টায় ইউনিয়নের রাজনগর কেন্দ্রে ভোট প্রদান করেন চেয়ারম্যান মোঃ মাহামুদ হাসান হাওলাদার।
দ্বিতীয় বারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে মোঃ মাহামুদ হাসান হাওলাদার বলেন, সাধারণ জনগণের আমার প্রতি বিশ্বাস এবং নৌকা মার্কার প্রতি ভালোবাসা আছে বলেই ভোটের মাধ্যমে তা আবারো প্রমান করেছে। গত ৫ বছরের ন্যায় আগামী দিনেও আমি বগা ইউনিয়নের ভাগ্য উন্নয়নে সকলের সাথে মিলে মিশে কাজ করে যাবো এবং এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। সরকারী বরাদ্দের পাশাপাশি আমি ব্যক্তিগত ভাবেও এ ইউনিয়নের অনেক উন্নয়ন করেছি তাই ইউনিয়ন বাসী আবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাই আমি সকলের কাছে কৃতজ্ঞ।
Leave a Reply