ঝালকাঠি জেলার নলছিটিতে ৩৫০পিচ ইয়াবাসহ রাজীব নামে এক যুবককে আজ আনুমানিক সকাল১০টার সময় নলছিটির মল্লিকপুর নামক স্থান থেকে আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার এসআই নাজমুল হাসানের নেতৃত্বে একটি টিম পৌরসভার মল্লিকপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৫০পিচ ইয়াবাসহ রাজীব মল্লিক (৩০) নামে ওই যুবককে আটক করে। এস আই আবদুল আজিজ জানান আটক রাজীব মল্লিক নলছিটির কুলকাঠির নূর হোসেন মল্লিকের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর-১২
Leave a Reply