মামলার তদন্ত অফিসার কোতোয়ালী থানার এসআই মো. রিয়াজুল ইসলাম বলেন, আকবর উজ্জামানের সাথে তার ব্যবসায়ীক অশিংদারের সাথে পাওনা নিয়ে বিরোধ হলে শালিসী বৈঠক বসে। সেখানে সিটি মেয়রকে বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা দিতে হয়েছে বলে হিসেবে উল্লেখ করে। লেনদেনে সিটি মেয়রের নাম উল্লেখ থাকায় বিষয়টি তাকে অবহিত করা হলে অভিযুক্ত আবকর উজ্জামানকে ডাকা হলে তিনি কোন প্রমাণ বা সদুত্তর দিতে পারেনি। এতে সিটি মেয়রের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় প্রতারণা ও মানহানি মামলা দায়ের করেন মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া।
তদন্ত কর্মকর্তা আরো বলেন, অভিযুক্ত আকবর উজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply