নিজস্ব প্রতিনিধিঃঃ ভোলার মনপুরায় রাতের আঁধারে বসতঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩০ জুন) দিবাগত রাত ৩ টায় উপজেলার রামনেওয়াজ ইউনিয়নের সীতাকুন্ড গ্রামের ৭ নং ওয়ার্ডে এই ধর্ষনের ঘটনা ঘটে।
পরে বৃহস্পতিবার (১ জুলাই) বিকেল ৫ টায় অভিযোগের ভিত্তিতে মনপুরা থানা পুলিশ একই এলাকার অভিযুক্ত আরিফ (২৪) ও নাইম (২২) কে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
ধর্ষণের শিকার গৃহবধূ জানান, তার স্বামী উপজেলার বিচ্ছিন্ন কলাতলীর চরে জরুরি কাজে যাওয়ায় ঘরে দুই সন্তান নিয়ে ঘুমাচ্ছিলেন। বুধবার দিবাগত রাত ৩ টায় বসতঘরের বেড়া ভেঙে একই এলাকার আরিফ (২৪) ও নাইম (২২) ঘরে ঢুকে তাকে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষনের এক পর্যায়ে গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেলে। পরে জ্ঞান ফিরে এলে তার ডাকচিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে।
এব্যাপারে মনপুরা থানা ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে আমরা মামলা গ্রহণ করি। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামীদেরকে আটক করতে সক্ষম হই।
Leave a Reply