নিজস্ব প্রতিনিধিঃঃ পটুয়াখালীর দুমকিতে দাম্পত্য কলহের জেরে মাম্মি সাহা (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা শহরসংলগ্ন নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহতের স্বামী শুভঙ্কর সাহা (২৬) একজন মুদি ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি একই উপজেলার আঙ্গারিয়া বন্দরে
পাশের বাসার লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে থানা পুলিশ রাতেই হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।এ ব্যাপারে দুমকি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।দুমকি থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply