লালমোহন প্রতিনিধিঃঃভোলার লালমোহনে ৫০ পিস ইয়াবাসহ মো. পারভেজ (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমানের তত্ত্বাবধায়নে, ওসি মাকসুদুর রহমান মুরাদের নির্দেশনায় এসআই মাহমুদুল হাসান ও শাহজালাল সঙ্গীয় ফোর্সের অভিযানে লালমোহন পৌর শহরের সুবজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত পারভেজ পৌর শহরের নয়ানীগ্রাম এলাকার আব্দুল মালেকের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক পারভেজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে জানিয়ে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply