মোঃ জসীম উদ্দিনঃঃ পটুয়াখালীর বাউফলে পূর্ব বিরোধকে কেন্দ্র করে মো. শফিউর রহমান মিঠু নামের এক সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। সাংবাদিক শফিউর রহমান মিঠু বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সত্য সংবাদ পত্রিকার বাউফল উপজেলা উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন। তাছাড়া বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, বাউফল উপজেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।
আজ সোমবার সালবাদিক শফিউর রহমান মিঠু জানিয়েছেন, গত শুক্রবার বেলা আনুমানিক ১২টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের পুলিশ ফাঁড়ি সংলগ্ন এক চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার বাউফল থানায় একটি লিখিত অভিযোগ করেন সাংবাদিক শফিউর রহমান মিঠু। অভিযোগযুক্ত ওই ব্যক্তির নাম মো. শাহজাদা খোকন। তিনি কালাইয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত মো. হাকিম মিয়ার ছেলে।
থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক মো. শফিউর রহমান মিঠু কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ি সংলগ্ন এক চায়ের দোকানের সামনের বেঞ্চে বসে ছিলেন। এমন সময় ওই পথ দিয়ে একটি রিকশা আসলে রাস্তায় বেঞ্চ থাকায় রিকশা চলাচলে বাঁধা গ্রস্থ হয়। এনিয়ে রিকশা চালকের সাথে সাংবাদিক মিঠুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কোন কারন ছাড়াই মো. শাহাজাদা খোকন (খোকন মিয়া) নামের এক ব্যক্তি সাংবাদিক মিঠুর উপর উত্তেজিত হয়ে উঠে। তাকে মারধরের চেষ্টা করে।
এ বিষয়ে সাংবাদিক মিঠু বলেন,‘ সরু রাস্তা দিয়ে রিকশা আসলে আমি চালককে বলি এত বড় রাস্তা থাকতে এ পথে আসার দরকার কি। এতে খোকন মিয়া অহেতুক আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। আমাকে মারধরের চেষ্টা করেন এবং প্রাণ নাশের হুমকি দেয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. শাহাজাদা খোকন জানতে তাঁর মুঠোফোনে বলেন সাংবাদিক মিঠুর সাথে ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন বলেন, এঘটনায় অভিযোগ পেয়ে সাধারন ডায়রি ভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply