আপনাদের নিয়েই আমি বরিশালের সকল কাজ করতে চাই, আপনারা আমাকে সহায়তা করবেন পাশে থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমি বরিশালের উন্নয়নে কাজ করতে চাই। এই কাজের জন্য আপনাদের সহযোগীতা একান্ত কাম্য। একটি এলাকার উন্নয়ন একার পক্ষে কখনো সম্ভব নয়। করোনাকালীন এই দুঃসময় প্রতিদিন আমি সবার সাথে সার্বক্ষণিক যোগাযোগের চেস্টা করে যাচ্ছি। বরিশাল সদর হাসপাতালে করোনা ওয়ার্ড করেছি। সেন্ট্রাল অক্সিজেন এর ব্যাবস্থা করেছি। বাংলাদেশের শতাধিক ইকোনমিক জোনের একটিও বরিশালে নেই। আমি চেস্টা করছি বরিশালে ইকোনমিক জোনের জন্য। যেখানে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে ইনশাআল্লাহ।
করোনাকালীন এই দুঃসময়ে আমরা সাধ্যমতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করার চেস্টা করছি। এ ব্যাপারে কোন কর্মকর্তা অনিয়ম করলে আপনার তুলে ধরবেন। আমি ব্যাবস্থা নিবো। আজ বৃহস্পতিবার করোনার ক্ষতিগ্রস্থ সংবাদকর্মীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এসব কথা বলেন।
এসময় বরিশাল সাংবাদিক সমন্বয় পরিষদ ও বাংলাদেশ সম্পাদক ফোরাম, বরিশাল এর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সাংবাদিকদের ভিবিন্ন প্রশ্নের উত্তর দেন। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার আরও বলেন, বরিশালের ভিবিন্ন জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ের প্রকল্পের ঘর উত্তলোনের অনিয়মের সাথে জরিতদের শাস্তির আওতায় আনা হবে। মত বিনিময় শেষে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ করেন।
Leave a Reply