নিজস্ব প্রতিবেদকঃঃ বরিশাল নগরীতে ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে এয়াপোর্ট থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বরিশাল নগরীর রুইয়ার পোল এলাকায় চেকপোস্ট বসান এয়ারপোর্ট থানার একটি দল। বিকেল তিনটার দিকে চেকপোস্টে তল্লাশিকালে দুইজনের কাছ থেকে চব্বিশ (২৪) বোতল ফেন্সিডিলসহ উদ্ধার করে।
আটককৃতরা হলেন, যশোর জেলার শার্শা উপজেলার উলাশি এলাকার মাহাতাব উদ্দিনের স্ত্রী আমিনা খাতুন (৪০) ও কাউনিয়া মতাসার এলাকার আনিস বেপারির ছেলে সজল বেপারি (২৪)।
আটক অভিযানে অংশ নেয় এয়ারপোর্ট থানার এস আই সাইদুল হক সর্দার, এএসআই আউয়াল, এএসআই জব্বার, এএসআই রায়হানুর রহমানসহ ৮/১০ জনের একটি দল।এ বিষয়ে এস আই সাইদুল বলেন, মতাসারের সজল বেপারি দীর্ঘদিন যাবত বরিশালে ফেন্সিডিলের ব্যবসা করে আসছেন এর আগেও তিনি একাধিকবার আটক হয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেছেন এস আই সাইদুল হক সর্দার।
Leave a Reply