নিজস্ব প্রতিনিধিঃঃ ভোলার লালমোহনে বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে মোসা. সিমা (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃত সিমা ওই এলাকার ছিদ্দিক মিয়ার মেয়ে। দুপুরের দিকে খবর পেয়ে লালমোহন থানার এসআই ছায়েদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করেছেন।এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান এসআই ছায়েদুর রহমান।
তিনি আরও বলেন, বিয়ের পর থেকে বাবার বাড়িতেই সিমা জামাইসহ থাকতো। শনিবার তার জামাই কাজে বের হয় এবং মা বাড়ির পাশে ক্ষেতে যায়। সিমার মা এসে দেখে ঘরের দরজা-জানালা বন্ধ রয়েছে। পরে ঘরে প্রবেশ করে আড়ার সাথে সিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
Leave a Reply