অনলাইন ডেস্কঃঃ স্বাস্থ্যবিধি না মানায় গাবতলীতে থাকা স্থায়ী পশুর হাটের ইজারাদারকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে হাসিল আদায় বন্ধ রাখা হয় এক ঘণ্টা।
সোমবার (১৯ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা ধার্য করান। এদিন সকালে রাজধানীর গাবতলীতে অবস্থিত এ হাট পরিদর্শনে যান আতিক।
এ সময় মেয়র আতিক সাংবাদিকদের উদ্দেশে বলেন, হাট থেকে করোনা রোগী শনাক্ত হচ্ছেন। তবুও এখানে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। এগুলো তো আমরা মানবো না। আমরা আগেও বলেছি, এবার আমরা এ বিষয়ে কঠোর। তাই হাটের ইজারাদারকে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার প্রথম দায়িত্ব ইজারাদারদের। সেইসঙ্গে ক্রেতা-বিক্রেতার সচেতনতাও জরুরি। হাটে যারা আসছেন তারা যদি কোনো গাফিলতি দেখেন তাহলে অ্যাপের মাধ্যমে জানান। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। সব হাটে এভাবেই ম্যাজিস্ট্রেট যাবে। স্বাস্থ্যবিধি না মানলে এভাবেই জরিমানা করা হবে অথবা একদম বন্ধ করে দেওয়া হবে।মেয়রের পরিদর্শনকালে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply