নিজস্ব প্রতিবেদক:: বরগুনা সদরে ঘরে ঢুকে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সদরের ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামে রোববার (১৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।নিহত বৃদ্ধের নাম বাদল খান। পরিবারের সদস্যরা জানান, তিনি আওয়ামী লীগের স্থানীয় কর্মী ছিলেন।বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির স্ত্রী লাভলী ইয়াসমিন সাংবাদিকদের জানান, রোববার রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাদলের ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। লাভলীর চিৎকারে প্রতিবেশীরা গিয়ে বাদলকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। ভোর ৫টার দিকে সেখানে তিনি মারা যান।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নিহার রঞ্জন বৌদ্ধ সাংবাদিকদের জানান, নিহত ব্যক্তির মাথার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাত ছিল। জখম গুরুতর ছিল।
অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।লাভলী বলেন, বাদল সদ্যসমাপ্ত স্থানীয় ইউপি নির্বাচনে নৌকার কর্মী ছিলেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত নন।ওসি তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।
Leave a Reply