পটুয়াখালীর কলাপাড়ায় ফের লকডাউনের প্রথম দিনে ৯ জনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত পৌর শহরের সদর রোড, বাদুরতলী এবং টিয়াখালী ইউপির রজপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল।
সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইনে এবং সড়ক পরিবহন আইনে নয় জনকে চার হাজার তিনশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল বলেন, নয় জনকে পৃথক মামলায় অর্থদন্ড দেয়া হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।
Leave a Reply