নিজস্ব প্রতিবেদক>> পিরোজপুরের কাউখালী উপজেলায় ‘ধর্ষণের ভিডিও ছড়ানোর হুমকি দেওয়ায়’ নবম শ্রেণিতে পড়ুয়া আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে মেয়েটির বাবা বাদী কাউখালী থানায় ৫ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ এই মামলার আসামি শাকিল হোসেনকে (২৩) গ্রেপ্তার করেছে। এর আগে গত ১৬ জুলাই রাতে নিজ বাড়িতে স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।কাউখালী থানা পুলিশের ওসি বনী আমিন এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, কাউখালী উপজেলার ছোট বিড়ালজুড়ি গ্রামের এই মেয়েকে একই উপজেলার কাঠালিয়া গ্রামের সজীব খান (২৪), মো. সাকিল হোসেন (২৩) এবং আকাশ মীরসহ (২৪) ৪/৫ জন প্রায়শই উত্ত্যক্ত করতো। তারা গত ১৬ জুলাই মোবাইল ফোনে এই স্কুলছাত্রীকে ডেকে স্থানীয় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গণধর্ষণ করেন। এবং ধর্ষণের দৃশ্যে ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখে আসামিরা।এরপরও তারা মেয়েটিকে এই সম্পর্ক চালিয়ে যেতে চাপ দেওয়াসহ ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়।
এজাহারে উল্লেখ্য আছে, এর জেরে ‘লোকলজ্জার ভয়ে’ এই স্কুলছাত্রী ১৬ জুলাই রাতে ঘরের বারান্দায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। সেকান থেকে উদ্ধার করে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৭ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
কাউখালী থানা পুলিশের ওসি বনী আমিন জানান, স্কুলছাত্রীকে আত্মহত্যার প্ররোচনায় তার বাবা বাদী হয়ে ৫ জনের উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।এই মামলার ২ নম্বর আসামি শাকিল হোসেন ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ
Leave a Reply