নিজস্ব প্রতিবেদকঃঃ বরিশাল কীর্তনখোলা বরিশাল ঢাকা লঞ্চঘাট সলগ্ন নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে বরিশাল নদীবন্দর থেকে কিছুটা দুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরক্ষণে নৌপুলিশকে সংবাদটি জানালে পুলিশ এসে মাঝনদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করে।
বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানাত উজ্জামান জানান, কীর্তনখোলা নদীর মাঝে লাশটি ভাসতে দেখে স্থানীরা। পরবর্তীতে তাদের দেওয়া খবরের ভিত্তিতে নৌপুলিশ স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে। এবং সুরতহাল এর জন্য লাশটি শেরেবাংলা মেডিকেল পাঠানো হয়েছে।
Leave a Reply