নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিন জন মহিলা, একটি শিশু বাচ্চা ও একজন বৃদ্ধাকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে তার পাশের বাড়ির শাহাদুল ইসলামের বিরুদ্ধে। একই সময়ে মায়ের সামনে মেয়েকে শ্লীলতাহানি করার ঘটনা ঘটেছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, কালাইয়া ইউনিয়নের কালাইয়া গ্রামের সরদার বাড়ির মো. শাহাদুল ইসলাম সরদারের (৫৮) সাথে একই বাড়ির সেলিম সরদারের (৫০) দীর্ঘদিন যাবত জমি জমা সংক্রান্ত বিষয় নিয়া বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের সূত্র ধরে রোববার রাত আনুমানিক ৮ টার দিকে মো. শাহাদুল সরদারের সাথে সেলিম সরদারের স্ত্রী লাইজু বেগমের (৪৪) কথার কাটাকাটি হয়। একপর্যায়ে শাহাদুল ক্ষিপ্ত হইয়া লোকজন সহকারে লাঠিসোটা ও ধারালো অস্ত্র সহকারে লাইজু বেগমের ওপরে হামলা চালায়।
তখন লাইজু বেগমের ছোট মেয়ে সুমনা (১৭), বড় মেয়ে সায়লা (২২), ছোট ছেলে আদিফ (৬) ও শশুর আব্দুল মান্নান (৮০) তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করে। নুরু সরদার (৫৩) ও সাইফুল (২৮) হামলাকারী সেলিম সরদারের ছোট মেয়ে সুমনার (১৭) জামাকাপড় টানা হেচড়া করে কাপড় ছিড়ে ফেলে এবং তার লজ্জা শ্লীলতাহানি ঘটায়। শ্লীলতাহানির ঘটনায় তার ছোট ভাই আদিফ বোনকে বাঁচাতে জড়িয়ে ধরে তখন হামলাকারীরা শিশু আদিফকে লাথি মেরে ফেলে দেয়। এ সময় সেলিম সরদারে বড় মেয়ে সায়লার গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরে সেলিম সরদারের বসতঘরে হামলা চালিয়ে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের মালামালের ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে জানা গেছে।হামলায় আহত হওয়া সকলকে স্থানীরা উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য ভর্তি করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শুভ্রত কুমার বলেন, দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় লাইজু বেগম বাদী হয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযুক্ত মো. শাহাদুল ইসলাম সরদার বলেন, সেলিম আমার সব জায়গা জমি ভোগ দখল করে রেখেছে। এ বিষয়ে একটি মামলাও চলমান রয়েছে। আজকে পুলিশ বিষয়টি তদন্ত করে এসেছে। আমি কোন দলবল নিয়ে হামলা চালাই নাই। আমি নামাজ পড়ে বের হওয়ার সময় আমার সাথে ৩/৪ জন লোক ছিলো। সেলিমের স্ত্রী লাইজু হঠাৎ তার মেয়েদের নিয়ে আমাদের ওপরে হামলা চালায়।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আল-মামুন বলেন, আমি ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। লাইজু বেগমের একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Leave a Reply