নিজস্ব প্রতিবেদক::বরিশালের হিজলা উপজেলায় যুবককে জিনের আছড় মুক্ত করতে গিয়ে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় দুই ‘ফকিরকে’ আটক করেছে। মৃত কৃষক রাসেল ঘরামী ওই এলাকার আলমগীর ঘরামীর ছেলে। তার দুই সন্তান রয়েছে। সোমবার বিকেলে উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাসেল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। স্থানীয়দের ধারণা ছিল, তার ওপর জিন ভর করেছে। সেই জিন ছাড়াতে আজ সোমবার হিজলা গৌরব্দী ইউনিয়নের বিছর গ্রাম থেকে ইসমাইল শেখ ও ইমরান শেখ নামে দুজন ফকিরকে ডেকে আনা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিন ছাড়ানোর নামে ঝাড়ফুঁকের একপর্যায়ে তারা রাসেলের গলা টিপে ধরেন। ওই সময় রাসেল অসুস্থ হয়ে পড়লে তাকে পার্শ্ববর্তী টেকেরহাট বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) তারিক বিন ইসলাম রাসেল মুঠোফোনে জানান, ‘জিন ছাড়াতে গিয়ে গলাটিপে হত্যার অভিযোগ পেয়েছি। স্থানীয়রা দুই যুবককে আটক করে। পরক্ষণে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে এসেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Leave a Reply