নিজস্ব প্রতিনিধিঃঃ বরগুনা তালতলীতে অতিরিক্ত মদ পান করার এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত চীনা শ্রমিকের নাম ওজান(৪০)। ওজান তালতলী উপজেলায় নির্মাণধীন তাপবিদ্যুৎ প্রকল্পের আওতায় শ্রমিকের কাজ করতেন।ওজানের মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক)হাসপাতালের মর্গে রয়েছে।
শেবামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম ডেথ সার্টিফিকেটের বরাত দিয়ে বলেন, গতকাল সোমবার অতিরিক্ত মদ পান করার কারণে এক চীনা শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তাকে সোমবার রাতে ৩টা ২০ মিনিটের সময়ে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় (আজ) মঙ্গলবার সকালে ৯টা ৪০ মিনিটের সময় ওই চীনা শ্রমিকের মৃত্যু হয়।
তালতলী থানার ওসি জানান, শেবামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে বলে শুনেছি।
Leave a Reply