বরিশালে নগরীর সদর রোডের অগ্রণী ব্যাংকের সিঁড়িতে গ্রাহকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের সময় জনি ডোম নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে কোতয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা দেড়টার দিকে তাকে আটক করা হয়।
আটক জনি ডোম নগরীর কাউনিয়া মেথরপট্টির বাদল ডোমের ছেলে। ঘটনার সময় তার সঙ্গে থাকা অপর দুই সহযোগী পালিয়ে যায় বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
ভুক্তভোগী গ্রাহক নগরীর চাঁদমারী এলাকার আমিনুল ইসলাম পলাশ বলেন, ৫ লাখ টাকা নিয়ে ব্যাংকের সিঁড়ি থেকে নামার সময় আমার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে জনি। এ সময় একহাতে ব্যাগ অন্য হাতে দিয়ে জনিকে ধরে চিৎকার দিই। চিৎকার শুনে ব্যাংকের গ্রাহক এবং কর্মকর্তা-কর্মচারীরা এসে আমাকে উদ্ধার করেন। পাশাপাশি জনিকে ব্যাংকের ভেতরে আটকে রাখেন। খবর পেয়ে ব্যাংকে গিয়ে জনিকে আটকে থানায় নিয়ে যায় পুলিশ।
সদর রোডের অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার সমর রঞ্জন দর্জি বলেন, ঘটনাটি ব্যাংকের মধ্যে ঘটেনি। ব্যাংকের সিঁড়িতে ঘটেছে। ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ছিনতাইকারী যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply