বরিশাল নগরীর বেলতলা খেয়াঘাটে ডগইয়ার্ডে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেল্লাল নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম বেল্লাল চৌকিদার(৩৩)।বেল্লাল ভোলা জেলার মনপুরা উপজেলার কুদ্দুস চৌকিদারের ছেলে।
আজ মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর বেলতলা খেয়াঘাটে ডগইয়ার্ডে নূরে জান্নাত নামে একটি লঞ্চে বিদ্যুতের কাজ করছিলেন শ্রমিক বেল্লাল । এসময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় বেল্লাল। পরে বেল্লালকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিয়ে কথা হলে শেবামেক হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আহত বেল্লালকে হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। বেল্লালের মৃত দেহ তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
Leave a Reply