যুব-ঐক্য-প্রগতি এই শ্লোগানকে সামনে রেখে। বরিশাল সদর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী, আলোচনা সভার আয়োজন করা হয়। আজ ১লা সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টার দিকে বরিশাল সদর উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা শেষে র্যালী অনুষ্ঠিত হয়। এ সময় র্যালীটি নগরীর বিভিন্ন ব্যস্ততম সড়ক প্রদক্ষিন করেন।
সদর উপজেলা যুবদলের তৌহিদুল ইসলাম উজ্জ্বল ও মোঃ অলিউর রহমান এর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন অলিদ খান,আসাদ খান,সরোয়ার আকন,পলাশসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গনতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের এক হওয়ার আহবান জানানো হয়।
Leave a Reply