পটুয়াখালী -বরিশাল মহাসড়কের কৃষি বিমান অবতরণ কেন্দ্রের প্রবেশ পথে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন।
নিহত যুবক শাহিন মৃধা (৩৫) দুমকি উপজেলার শ্রীরামপুর এলাকার মৃত কাঞ্চন মৃধার ছেলে। দুর্ঘটনায় আহত তিনজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা জানান, মোটরসাইকেলে করে তিনজন কুয়াকাটা থেকে ঝালকাঠি জেলার নলছিটি যাওয়ার পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আহতাবস্থায় চার জনকে হাসপাতালে নিয়ে আসার পথে শাহিন মারা যায়।
আহতরা হলেন-নলছিটি এলাকার আরিফুল ইসলাম এর ছেলে রাফি (২৫), হিরন হাওলদারের ছেলে রনি (৩০) এবং একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে ইবনে রুমান (২২)।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply