বরিশালের উজিরপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা চটপটির দোকান তছনছ করে দিয়েছে এতে দোকানীসহ আহত হয়েছে ৪জন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নতুন শিকারপুর নামক স্থানে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান সড়কের পাশে থাকা চটপটি দোকান তছনছ করে দিয়েছে। এতে ৪জন আহত হয়েছে। এরমধ্যে চটপটি দোকানদারকে মূমূর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বাকী ৩ জনকে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘাতক মাইক্রেবাসটিকে আটক করেছে।
Leave a Reply