নিজস্ব প্রতিনিধিঃঃ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ছেলেদের হামলায় হাসপাতালে মৃত্যু শয্যায় তার মা। শিউলী বেগম নামের ওই গৃহবধূকে ডাকাতি স্টাইলে হামলা চালায় তার ছেলেরা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর আহত ওই গৃহবধূ গত ১২ দিন ধরে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় তার ছেলে ঝালকাঠি জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। আহত গৃহবধূ কাঠালিয়া উপজেলার বানাই গ্রামের হাবিব তালুকদারের স্ত্রী।
আহত শিউলী বেগম জানান, ছেলেরা আমার ঘর ডাকাতি করেছে এ সময় আমি বাধা দিলে আমাকেও খুন করতে চাইছে। এ ঘটনার বিচার থানা পুলিশসহ কোথাও পাইনি। বুধবার সকালে এ ঘটনার অভিযোগের বিষয়ে আসামি সহিদ তালুকদার ও জুয়েল তালুকদারের কাছে জানতে তাদের গ্রামের বাড়িতে গেলে তাদের খুঁজে পাওয়া যায়নি।উল্লেখ্য, আসামিদের বিরুদ্ধে এর আগেও হত্যা মামলা ছিল। এছাড়াও তাদের বিরুদ্ধে চুরি ও ডাকাতি অভিযোগ রয়েছে।
Leave a Reply