নিজস্ব প্রতিনিধিঃঃবরিশাল নগরীর ভাটারখাল এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদক সম্রাটকে আটক করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। আজ বেলা সাড়ে ১১ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সেপেক্টর সাইফুল ইসলাম ও সিদ্দিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় বরিশালের আলোচিত নারী মাদক সম্রাজ্ঞী বেবি বেগমের স্বামী ও বরিশাল স্প্রীড বোট মালিক সমিতির লাইন সম্পাদক তারেক শাহ’র পিতা হালিম শাহকে আটক করা হয়। পরে জামাল হাওলাদার এবং খোকন নামের আরো ২ জনকে আটক করা হয়।
আটকৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেয়া হয়। বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সমাপ্তি রায় আটকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন হালিম শাহ ৫ দিন কারাদন্ড ও ৫ শত টাকা জরিমানা, জামাল হোসেনকে ৩ দিনের কারাদন্ড ও ৫ শত টাকা জরিমানা এবং খোকনকে ৭ দিনের কারাদন্ড ও ৫ শত টাকা জরিমনা করা হয়। এবিষয়ে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সেপেক্টর সাইফুল ইসলাম জানান, আমাদের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।
Leave a Reply