হাটুর ইনজুরিতে মাঠেই নামেননি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে মেসিকে ছাড়াই মেতজের মাঠে লিগ ওয়ানের ম্যাচটি ২-১ গোলে জিতেছে দ্যা প্যারিসিয়ানরা।
মেতজের মাঠে ম্যাচের ৫ মিনিটে নিজেদের প্রথম সুযোগেই এগিয়ে যায় পিএসজি। নেইমার-ইকার্দির প্রচেষ্টাকে চূড়ান্ত রূপ দেন স্প্যানিশ ডিফেন্ডার আশরাফ হাকিমি।
২৪ মিনিটে অল্পের জন্য বেঁচে যায় পিএসজি। তবে ম্যাচের ৩৯ মিনিটে আর ভুল করেনি মেতজ। কর্নার থেকে আসা বলে হেডে স্কোর মালির ফুটবলার বুবাকার। ১-১ গোলের ড্র নিয়ে বিরতিতে যায় দু’দল।
বিরতির আক্রমণাত্মক ফুটবল খেলে মেতজকে তটস্থ রাখে দ্যা প্যারিসিয়ানরা। কিন্তু সেই গোল নামের সোনার হরিনই ধরতে পারছিল না। ম্যাচের ড্র যখন একপ্রকার নিশ্চিত। ঠিক তখনই যোগ করা
অতিরিক্ত সময়ের ৫ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন হাকিমি। তাতেই ২-১ গোলের জয় নিয়ে মেসিকে ছাড়াই লিগে শীর্ষে পিএসজি। লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে প্রথম সাত রাউন্ডে এটি পিএসজির টানা সপ্তম জয়।
Leave a Reply