পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক আরাফাত ইসলাম সাগরের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন এক নারী।
পবিপ্রবি প্রশাসনের কাছে দেওয়া একটি লিখিত অভিযোগে সাদিয়া আক্তার দোলা নামের ভুক্তভোগী ওই নারী বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শিক্ষার্থীর ছাত্রলীগ নেতা আরাফাত ইসলাম সাগর কয়েক বছর আগে সংগঠনের প্রভাব খাটিয়ে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার আশ্বাসে দুমকির বাসা থেকে নগদ এক লাখ টাকা গ্রহণ করেন।
এ সময় তিনি নিজেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের এক নেতার ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দেন। পরবর্তীতে টাকা ফেরত চেয়ে তিনি কোনো প্রতিকার পাচ্ছেন না বলেও অভিযোগ করেন ওই নারী।
এদিকে এ ঘটনার একটি ভিডিও ও একটি অডিও ক্লিপ এসেছে এ প্রতিবেদকের হাতে। সেখানে অভিযোগকারী নারীর বাড়িতে অভিযুক্ত ছাত্রলীগ নেতার আতিথেয়তা গ্রহণসহ তাদের কাছে স্ট্যাম্প দেখা যায়।
অডিও ক্লিপে অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাগর বলেন, ‘আমরা ছাত্রলীগ করি, আমাদের একটা দায়বদ্ধতা আছে,…… ছাত্রলীগের টু পারসেন্ট আছে। সেখান থেকে কোনো ভায়া লিংক ছাড়াই কাজটি করে দেওয়া হবে। ভাইয়ের তো সবার কাছে মুভ করা সম্ভব না। আমি তার ছোট ভাই হিসেবে মুভ করছি। ক্যাম্পাসে আমার একটা পরিচিতি আছে।’
যোগাযোগ করা হলে ভুক্তভোগী নারী সাদিয়া আক্তার দোলা বলেন, ছাত্রলীগ নেতা সাগরের কাছে দীর্ঘদিন টাকা ফেরত চেয়েও কোনো প্রতিকার পাইনি। উল্টো আমাকে হুমকি-ধমকি দিচ্ছে। পরে বাধ্য হয়েই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আরাফাত ইসলাম সাগর বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। বিষয়টি ভিত্তিহীন।’
জানতে চাইলে পবিপ্রবির রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগপত্রটি অফিসিয়ালি আমার হাতে এসে এখন পৌঁছায়নি। হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, পবিপ্রবি ছাত্রলীগ নেতা সাগরকে এর আগেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। অভিযোগকারী সাদিয়া আক্তার দোলা পটুয়াখালীর দুমকি উপজেলা লাল খাঁর ব্রিজ এলাকার সেলিম খন্দকারের মেয়ে।
Leave a Reply