বরিশালের আগৈলঝাড়ায় এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে বরিশাল প্রেরণ করেছে পুলিশ।
থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর বাজারের ব্যবসায়ী যাদব সাহা বিভিন্ন এনজিও থেকে বিপুল পরিমানের ঋণ নিয়ে ব্যবসা করছিলেন। ঋণের বোঝা নিয়ে কয়েকদিন ধরে পারিবারিকভাবে চরম হতাশ হয়ে পরেন তিনি। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে হতাশা থেকেই সোমবার গভীর রাতে ব্যবসাপ্রতিষ্ঠানের পাশের বাগানের একটি কদম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
খবর পেয়ে ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে যাদবের লাশ উদ্ধার থানায় নিয়ে আসেন। এ ঘটনায় প্রাথমিক ভাবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply