নিজস্ব প্রতিনিধিঃঃ পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ক্রেন ছিঁড়ে পড়ে ঈসা হাওলাদার (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার ধাওয়া রাজপাশা গ্রামের একটি মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। নিহত ঈসা উপজেলার ধাওয়া রাজপাশা গ্রামের আ. সাত্তার হাওলাদারের ছেলে। সে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল।
নিহত ঈসা সহকর্মীরা জানান, সন্ধ্যায় ঢালাই শেষে তারা নিচে কাজ করছিল। এ সময়ে হঠাৎ বিকট শব্দ শুনে এগিয়ে ঘটনাস্থলে গেল ঈসাকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply