শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যথাসময়ে এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে।মঙ্গলবার দুপুরে গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সব প্রস্তুতি আছে। আমরা আশা করি, এখন করোনা মহামারি যে অবস্থায় আছে, তাতে সময়মতো সব পরীক্ষা ঠিকমতো হবে।
গতকাল সোমবার এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা হবে।