বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) উদ্যোগে সাংবাদিকদের ট্রেড ইউনিয়ন বিষয়ক ওরিয়েন্টেশন এবং জেইউবির বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেল, চারটায় নগরীর কালীবাড়ি রোডস্থ সমাজসেবা কার্যালয়ের হলরুমে এ ওরিয়েন্টেশন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
জেইউবির সভাপতি মোঃ মনিরুল আলম স্বপন খন্দকারের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদার।
জেইউবির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের বরিশাল মহানগরের প্রবেশন অফিসার শ্যামল সেনগুপ্ত। এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বিধান সরকার, সুশান্ত ঘোষ প্রমুখ।
এরপর বরিশাল সাংবাদিক ইউনিয়নের (জেইউবি) বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মনিরুল আলম ( স্বপন খন্দকার), সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য কামাল মাসুদুর রহমান, মোহাম্মদ আলী খান (আলী জসীম), বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার, মর্জিনা বেগম, ফটোসাংবাদিক মনিরুজ্জামানসহ জেইউবি’র সদস্যবৃন্দ।
Leave a Reply