নিজস্ব প্রতিনিধিঃঃ বরিশাল নগরীর রুপাতলী এলাকায় আরিফ বিল্লাহ নামের এক প্রতিবন্ধী ব্যবসায়ীর ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা সাতটায় রুপাতলী দপদপিয়া ফেরিঘাট সড়কের মাজেদ খা’র দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত আরিফ ওই এলাকার আক্কেল আলীর ছেলে ও একজন সাব- ইন্টারনেট ব্যবসায়ী।বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত আরিফ জানান, আরিফ একজন প্রতিবন্ধী। তার বাম হাতের অর্ধাংশ পঙ্গু হয়ে যায়। এরপর থেকে সে অনেক বছর বেকারত্ব দিন কাটায়। পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় সাব ইন্টারনেট লাইন সংযোগ নিয়ে রুপাতলী এলাকায় ব্যবসা করে আসছে। সম্প্রতি গ্যাসটারবাইন এলাকার হাবিব মুন্সির ছেলে রানা ও তার সহযোগীরা আরিফ বিল্লাহ’র লাইন চালাতে বাধা বিঘ্ন ঘটায়। রানা ও তাঁর সহযোগীরা আরিফের কাছে মোটা অঙ্কের উৎকোচ দাবি করে।
তাছাড়া আরিফকে তার চলমান লাইন তাকে দিতে অফার করেন। আরিফ রাজি না হলে রানার সাথে তার দ্বন্দ্ব হয়। এরই জের ধরে রানা জাহিদ সহজ তিনটি মোটরসাইকেলে এসে মাজেদ কার দোকানের সামনে আরিফের উপর অতর্কিত হামলা চালায়। রানা সহ অন্যান্যরা আরিফকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।’
Leave a Reply