মোঃ শহিদুল ইসলাম:: প্রানবন্ত তারুণ্যের বর্নিল উপস্থিতির মধ্য দিয়ে নারায়নগঞ্জে দ্বিতীয় বর্ষপূর্তি পালন করেছে এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ গ্রুপ বন্ধুরা গতকাল ২২ অক্টোবর শুক্রবার দিনভর এই উপলক্ষে নারায়ণগঞ্জ মদনপুর সায়রা রিসোর্টে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে বন্ধুত্বের বন্ধনের মহামিলন অনুষ্ঠিত হয়েছে।আর এতে দেশের আনাচে-কানাচে থাকা এসএসসি ০২ ব্যাচ বাংলাদেশের বন্ধুরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও প্রানবন্ত করে তোলেন। এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে বন্ধুত্বের মিলন মেলায় ইতিহাস সৃষ্টি করে দেখিয়ে দিয়েছে বন্ধনের জয়োগানে এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ গ্রুপের বন্ধুরাই সেরা।খোজ নিয়ে জানা যায়,এবারের প্রতিষ্ঠা বার্ষিকতে দেশের জেলে গুলো থেকে প্রায় ৭ শতাধিক ০২ ব্যাচের বন্ধুরা জড়ো হয়েছেন।বন্ধুদের এই বর্ণাঢ্য মিলন মেলায় ছিলো নানা ধরনের আয়োজন, সকালের নাস্তা,দুপুরের খাবার,বিকালে পিঠা উৎসব,পলো টিশার্ট, খেলাধুলা,পুরষ্কার বিতরণ,ডিজে, ইন সুইমিংপুল,প্রামাণ্যচিত্র প্রদর্শন,মেডিকেল সুবিধা ও ব্লাড গ্রুপের ফ্রী পরীক্ষা,ফটোগ্রাফি এবং,ভিডিওগ্রাফি (ফটোসেশন)র্যাফেল ড্র কনসার্ট এর আয়োজন এছাড়াও ছিলো আড্ডা, মাস্তি, ফান,আনন্দ-উল্লাস, গানের তালে তালে ছিলো নাচ গান।অনুষ্ঠান সফল ও সুন্দর করতে যারা রাতদিন পরিশ্রম করেছেন তারা এই প্রতিবেদকে বলেন, গ্রুপের বর্ষপূর্তির অনুষ্ঠানকে ঘিরে আমাদের ০২ ব্যাচের বন্ধুদের মধ্যে ব্যাপক হারে উৎসাহ উদ্দীপনা ছিলো নজরকারা।সবাই দিনটির জন্য অপেক্ষা করছিলো এবং স্বপ্নকে সত্যি করে বন্ধুত্বের ডাকে সারাদিয়ে একত্রিত হয়েছেন। মহা মিলন মেলায় এসে মনে হয়েছে আমরা এক এক জন শৈশব থেকে চেনা।এমন সময় আরও বলেন, দেশ বিদেশের বন্ধুদের আন্তরিক প্রচেষ্টায় এমন একটি আয়োজন সুন্দর ও সফল করতে পারায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।যুগান্তকারী এসএসসি ০২ ব্যাচ বাংলাদেশ গ্রুপ বন্ধুদের বর্নাট্য মিলন মেলার আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন রিপা ওয়াহিদ, মাহামুদা আক্তার জোনাকি, আব্দুল্লাহ আল রিয়াল,মোহন কাজী সহ আরও অনেকে তারা জানান, আমরা দেশ বিদেশের নানা শ্রেণি পেশার বন্ধুরা দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে ফলপ্রসূভাবে মিলিত হয়ে যে বন্দন সৃষ্টি হয়েছে তা ইতিহাস হয়ে থাকবে।এ ধারাকে অবহৃত রেখে এগিয়ে যাবো বন্ধুত্বের জয়োগানে।গ্রুপের ফাউন্ডার এডমিন মাহমুদ হাসান সুমন এর সাথে কথা বললে তিনি জানান,এই অনুষ্ঠানের মাধ্যমে ইতিহাস রচিত হয়েছে, এভাবেই দুর্বার গতিতে এগিয়ে যাবে এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা।সেই সাথে সংশ্লিষ্ট সকল বন্ধুদের জন্য রইল অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন।এডমিন ও মডারেটর প্যানেলের সকল সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা, তোমাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এরকম একটি সফল অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়েছে।জয় হোক বন্ধুত্বের, জয় হোক বন্ধনের।
Leave a Reply