২০১৪ সালে ‘বিষাক্ত আংটি’ ব্যবহার করে তৎকালীন বাদশাহ আবদুল্লাহকে খুন করতে চেয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।মার্কিন গণমাধ্যমে যুবরাজের বিরুদ্ধে বিস্ফোরক এ অভিযোগ করলেন কানাডায় নির্বাসিত দেশটির সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা সাদ আল-জাবরি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘৬০ মিনিটস’ -এ সাদ আল-জাবরি এসব কথা বলেন।
সাদ আল-জাবরি বলেন, আমি এমন একটি ভিডিওর কথা জানি, যেখানে বাদশাহ আবদুল্লাহকে চাইলেই খুন করতে পারেন বলে বড়াই করেছিলেন বিন সালমান। ওই সময় সালমান বলেছিলেন, তার কাছে রাশিয়ার এমন একটি বিষাক্ত আংটি আছে, যা দিয়ে করমর্দন করেই সৌদি বাদশাহ আব্দুল্লাহকে খুন করা যায়। বাবার জন্য সৌদি আরবের সিংহাসনে আরোহনের পথ পরিষ্কার করতেই তিনি এই খুন করতে চান।
জাবরি বলেন, মোহাম্মদ বিন নায়েফকে তখন যুবরাজ সালমান বলেছিলেন, আমি বাদশাহ আব্দুল্লাহকে হত্যা করতে চাই। রাশিয়া থেকে একটি বিষাক্ত আংটি পেয়েছি। তার সঙ্গে শুধু করমর্দন করলেই তিনি শেষ হয়ে যাবেন।
সূত্র: সিবিএস
Leave a Reply