রাজধানীর কামরাঙ্গীরচরের হুজুরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুজন।আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে। বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সোবাহান মিয়া সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন রেখা (২৯) ও তাঁর মেয়ে সানজিদা (৮)। যে দুজন নিখোঁজ রয়েছেন, তাঁরা হলেন শীতল (২৭) ও তাঁর ছেলে শফিকুল (৭)। চারজনই স্বজন।ফায়ার সার্ভিস ও পুলিশের ভাষ্য, নৌকাটিতে ১১ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনই যাত্রী।
হতাহত ব্যক্তিদের বাড়ি কেরানীগঞ্জের জিয়ানগর বাজারসংলগ্ন খোলামুড়া এলাকায়। তাঁরা নৌকায় করে কামরাঙ্গীরচরের ইসলামপুরে আসছিলেন।
Leave a Reply