বরিশালে প্রথম নারী সিভিল সার্জন মারিয়া হাসান
বরগুনার জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসানকে বরিশালের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসাবে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক আদেশে বুধবার এ দায়িত্ব দেওয়া হয়।
বরিশালে এই প্রথম কোনো নারী এ দায়িত্ব পেলেন। গত মাসে বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেনকে উপ-পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
জানতে চাইলে ডা. মারিয়া হাসান বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, বরিশালের মতো একটি স্থানে প্রথম নারী সিভিল সার্জন হিসাবে দায়িত্ব পেয়ে আমি খুবই আনন্দিত। আমি আমার সর্বোচ্চ দিয়ে এখানকার স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করব।
তিনি বলেন, বরগুনাতেও আমি ছিলাম প্রথম নারী সিভিল সার্জন হিসাবে।
বরিশালে কবে যোগ দিচ্ছেন-এ প্রশ্নে ডা. মারিয়া বলেন, বর্তমান সিভিল সার্জন কর্মস্থল ত্যাগ করলেই আমি যোগদান করব।
Leave a Reply